কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেলে ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করা হয়।উক্ত সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আবুল হাসেম, জেলা আমীর, বা. জা. ই. কুষ্টিয়া। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ফরহাদ হোসাইন, কেন্দ্রীয় শূরা, জেলা শূরা কর্মপরিষদ সদস্য, বা.জা.ই. কুষ্টিয়া। অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার, জেলা সেক্রেটারি, বা, জা. ই. কুষ্টিয়া। অধ্যাপক মাজহারুল হক মোমিন, জেলা সহকারী সেক্রেটারি, কুষ্টিয়া। মো: এনামুল হক, শহর আমীর, বা. জা.ই. কুষ্টিয়া শহর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল গফুর, জেলা নায়েবে আমীর, বা.জা.ই. কুষ্টিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ফুয়াদ ফয়সাল প্রচার সম্পাদক কুষ্টিয়া জেলা যুব ওয়াড। প্রকৌশলী হাবিবুর রহমান ১২ নং ওয়াডের জামাতের যুব ওয়াড সভাপতি। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। তিনি বলেন, “দেশ ও জাতির সংকটময় মুহূর্তে ইসলামী আন্দোলনের কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মানুষের অধিকার আদায়ে জামায়াত সর্বদা অঙ্গীকারবদ্ধ।” এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা শূরা সদস্য, ইউনিয়ন আমীর, সেক্রেটারি ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দুঃশাসন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া বিকল্প নেই। সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |