জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা সংস্কারসহ চার দাবিতে মানববন্ধন
রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
আপডেট টাইম :
26-12-2024 ইং
6064
বার পঠিত
ছবির ক্যাপশন: পোষ্য কোটার যৌক্তিক সংস্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন্ন ভর্তি পরীক্ষায় ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষাপদ্ধতি চালু ও ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে ‘গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন’-এর ব্যানারে এ মানববন্ধন করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষে) ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে প্রশাসন থেকে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা বাতিলের কথা জানানো হলেও কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি।মানববন্ধনে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী শোয়াইব হাসান বলেন, পোষ্য কোটার যেন যৌক্তিক সংস্কার করা হয়। সেই ক্ষেত্রে নবম গ্রেড অথবা তার অধিক পদমর্যাদার কোনো শিক্ষক কিংবা কর্মকর্তা এই সুবিধা গ্রহণ করতে পারবেন না। যেহেতু তাঁরা সমাজের কোনো অনগ্রসর অংশ নন, সুতরাং তাঁদের এ রকম একটি অতিরিক্ত সুবিধা গ্রহণ করা বৈষম্যবিরোধী যে চেতনা, তার সঙ্গে সাংঘর্ষিক। পোষ্য কোটার ক্ষেত্রে যেন ন্যূনতম একটা স্ট্যান্ডার্ড কাট মার্ক রাখা হয় এবং সেই কাট মার্কটা যথাযথভাবে অনুসরণ করেই যেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নেওয়া হয়।গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ বলেন, ‘দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যে অনিয়ম-দুর্নীতি হতো, সেগুলোর ব্যাপারে গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলন বরাবরই সোচ্চার। তারই ধারাবাহিকতায় আমরা গত ১৪ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বাতিল, ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার যৌক্তিক সংস্কার, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষাসহ বেশ কয়েকটি দাবি নিয়ে দীর্ঘদিন আন্দোলন করে আসছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের মৌখিক আশ্বাস দিলেও এই দাবিগুলো বাস্তবায়নের জন্য তাদের কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বশেষ কঠোর হুঁশিয়ারি দিতে চাই, যদি আজকের মধ্যে ভিসি কোটা বাতিল করে প্রজ্ঞাপন দেওয়া না হয় এবং অন্য দাবিগুলোর ব্যাপারে আমরা কোনো সদুত্তর না পাই, তাহলে আগামী এক কর্মদিবসের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করতে বাধ্য হব। একই সঙ্গে এই সমস্যাগুলোর সমাধান না করে আমরা কিছুতেই আগামী ভর্তি পরীক্ষা হতে দেব না।’মানববন্ধন সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের শাবাব। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান, ইংরেজি বিভাগের শিক্ষার্থী আল মাহাদী প্রমুখ।