কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
আন্তর্জাতিক শ্রমিক দিবসে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত অর্ধশতাধিক নির্মাণ-শ্রমিককে নিয়ে স্বাস্থ্য ক্যাম্পেইন ও তরমুজ উৎসবের আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার (১ মে) দুপুরে ক্যাম্পাসের ডায়না চত্বরে এটির আয়োজন করা হয়। আয়োজনের শুরুতে নির্মাণ-শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তাদের মাঝে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদান ও মৌসুমি ফল তরমুজ দিয়ে আপ্যায়ন করানো হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেনদ প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান ও আইআইইআর এর ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক নাহিদ হাসান, গোলাম রব্বানী, তানভীর মন্ডল, ইয়াসিরুল কবির সৌরভসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সমন্বয়ক এস এম সুইট বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শ্রমিকরা বড় ভূমিকা পালন করে। আমাদের জুলাই গণঅভ্যুত্থানেও শ্রমিকদের অবদান ছিল অনস্বীকার্য। অনেক শ্রমিক এই আন্দোলনে জীবন দিয়েছে। আহত শিক্ষার্থী-জনতাকে যতটুকু সম্ভব সাহায্য করেছে। তাদের এই অবদানকে তুলে ধরতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে আমরা সবসময় তাদের সাথে আছি।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |