| বঙ্গাব্দ
ad728
ad728

বাসায় বউ উপদেষ্টা হলে সংসার সুখে থাকে

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 29-12-2024 ইং
  • 44604 বার পঠিত
বাসায় বউ উপদেষ্টা হলে সংসার সুখে থাকে
ছবির ক্যাপশন: মোস্তফা সরয়ার ফারুকী

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তাঁর স্ত্রী নুসরাত ইমরোজ তিশাও বিনোদনজগতের জনপ্রিয় মুখ। উপদেষ্টা হওয়ার পর স্বামীর মধ্যে কোনো পরিবর্তন দেখেছেন কি না, শনিবার রাতে বিনোদন সাংবাদিকদের সংগঠন সিজেএফবির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিশা এমন প্রশ্নের জবাব দিয়েছেন উপস্থিত সাংবাদিকদের কাছে। সেখানে প্রধান অতিথিও ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী।সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিশা জানালেন, বাসায় ফারুকীর মধ্যে কোনো পরিবর্তন এখনো খেয়াল করেননি তিনি। আর বাইরের বিষয়টা তিনি জানেন না। কখনো তাঁর সঙ্গে বের হননি বা তাঁর কাজের জায়গায় যাওয়া হয়নি। তিশা বলেন, ‘পরিবর্তন আমার চোখে পড়ছে না। আমার কাছে একই রকম মনে হচ্ছে, শুধু মনে হচ্ছে যে আগে ছবিয়ালের জন্য কাজ করত, এখন দেশের মানুষের জন্যে কাজ করছে, এটা আমার কাছে খুব ভালো লাগার অনুভূতি। আমার কাছে মনে হয়, সে দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করছে।’   ফারুকী বাইরে উপদেষ্টা হলেও সংসারের উপদেষ্টা তিশা। তিনি মজাচ্ছলে বলেন, ‘বাসায় বউ উপদেষ্টা হলে তো সংসার সুখে থাকে। কাজ থেকে শুরু করে রাজনীতি বা বাজারের হিসাব করা—সবকিছু নিয়েই আলোচনা হয় দুজনের মধ্যে। হয়তোবা আমাদের সাংসারিক জীবন সুখের হওয়ার পেছনে এটাও একটা কারণ যে আমরা সব বিষয় নিয়ে আলোচনা করি, তবে আমরা তর্ক করি না। তবে স্বামী এবং বাবা হিসেবে ফারুকী চমৎকার একজন মানুষ।’নিজেদের কাজ প্রসঙ্গেও কথা বলেন তিশা, ‘পরিবর্তনের আশা নিয়েই থার্ড পারসন “সিঙ্গুলার নাম্বার” শুরু করেছিলাম, তো “থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার” থেকে “৮৪০” অনেক পরিবর্তন এসেছে। আমি আশাবাদী, ভবিষ্যতে আরও ভালো সিনেমা আমাদের দেশে হবে এবং বাংলাদেশের সিনেমা সত্যিকারে ভালো পর্যায়ে যাচ্ছে, বিভিন্ন বাজেটের সিনেমা হচ্ছে, বিভিন্ন ধরনের সিনেমা হচ্ছে এবং দর্শকদের রুচির পরিবর্তন হয়েছে, তাঁরা বিভিন্ন রকম সিনেমা দেখছেন।’ ২০২৪ ভালো গেছে তিশার, আসছে বছরটাও ভালো যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম