কুষ্টিয়া প্রতিনিধি: মোঃ মুনজুরুল ইসলাম
দৈনিক স্বর্ণযুগ পত্রিকার অফিস উদ্বোধনের মাধ্যমে নতুন আঙ্গিকে পথচলা শুরু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বিকেলে কুষ্টিয়া মজমপুর গেটের বনানী সিনেমা হলের গলিতে অবস্থিত পৌর মার্কেটের ২য় তলায় দৈনিক স্বর্ণযুগ পত্রিকার অফিস উদ্বোধন করা হয়েছে। অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফসল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কুষ্টিয়া জেলার সভাপতি ও বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদার। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও কুষ্টিয়া সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার ট্রেডার্সের স্বত্বাধিকারী ও দৈনিক স্বর্ণযুগ পত্রিকার প্রধান সম্পাদক মোঃ সোহেল খন্দকার।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক স্বর্ণযুগ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: রিপন খন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা উত্তরোত্তর দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।
দৈনিক স্বর্ণযুগ পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |