সৌদি প্রো লিগের দল আল হিলালের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে জুনে। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন গত সপ্তাহে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিতে মেজর লিগ সকারের (এমএলএস) দলগুলোর সঙ্গে প্রাথমিক আলাপ শুরু করেছেন নেইমার। শিকাগো ফায়ারের পাশাপাশি লিওনেল মেসি–লুইস সুয়ারেজদের ইন্টার মায়ামির নামও উঠে এসেছিল সে প্রতিবেদনে। এবার ইএসপিএনই সূত্র মারফত জানিয়েছে অন্য খবর। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার নাকি ফিরতে চাচ্ছেন তাঁর শিকড়ে। সেটা অবশ্যই ব্রাজিলে। তবে নেইমারের শিকড় বলতে ব্রাজিলের ক্লাব সান্তোসকেই সবাই বুঝে নেন। এই ক্লাবে থাকতেই তাঁর প্রতিভার ঝলক দেখতে শুরু করে ফুটবল–বিশ্ব। নেইমারের সান্তোসে ফেরার চেষ্টার ব্যাপারটি এখনো পর্যন্ত গুঞ্জন হলেও একেবারে উড়িয়ে দেওয়ার অবকাশ নেই। কারণ, ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ও জানিয়েছে, সান্তোস ও নেইমার এ বিষয়ে চুক্তিতে পৌঁছেছে এবং ব্রাজিলিয়ান তারকা আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের চেষ্টা করছেন। গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘নেইমারের ফেরার বিষয়ে সান্তোস খুবই আশাবাদী। আল হিলালের সঙ্গে তাঁর চুক্তি বাতিলে এই সপ্তাহটি হবে নিষ্পত্তিমূলক।’ প্রতিবেদনের আরেকটি অনুচ্ছেদে লেখা হয়েছে, ‘চুক্তি বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন। তবে ব্যাপারটি সহজ নয়। একটি আর্থিক চুক্তি করতে হবে, কারণ, আল হিলালের কাছে এখনো সাড়ে ৬ কোটি ডলার পাওনা নেইমারের, যেটা তিনি ছাড়তে চাচ্ছেন না। যদিও তিনি ক্লাবটি ছাড়তে চান।’হচোটের কারণে প্রায় এক বছর বাইরে থাকার পর গত বছর অক্টোবরে আল হিলালের হয়ে মাঠে ফেরেন নেইমার। কিন্তু পরের মাসেই ক্লাবটির হয়ে দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আবার মাঠের বাইরে ছিটকে পড়েন। এখন আবারও মাঠে ফেরার লড়াই চলছে তাঁর। এদিকে আল হিলালের কোচ জর্জ জেসুস গত শুক্রবার বলেছেন, ‘নেইমারের ভবিষ্যৎ নিয়ে আমি কিছু জানি না। সৌদির প্রো লিগ বিশ্বের অন্যতম সেরা এবং আমরা যে মানের খেলায় অভ্যস্ত, নেইমার এখন আর সে পর্যায়ে খেলতে পারে না।’ গ্লোবোও জানিয়েছে, আল হিলাল নেইমারকে বলে দিয়েছে তারা সৌদি প্রো লিগের জন্য নেইমারকে নিবন্ধিত করবে না।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |