কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়েত ইসলামের উদ্যোগে রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। গতকাল রবিবার (৯ মার্চ) কুষ্টিয়ার কুমারখালী আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে কুমারখালীর রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ ইফতার মাহফিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার আমীর মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। ইফতার মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম,জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি সোহরাব উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার আমীর মো. আফতাব উদ্দিন, নায়েবে আমীর আফজাল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমারখালী উপজেলা সদস্য সচিব মো. লুৎফর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা অ্যাডভোকেট শাতিল মাহমুদ, কুমারখালী পৌর বিএনপির আহবায় মো. মনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমারখালী উপজেলা আমীর ডা. গোলাম সরোয়ার, কুমারখালী পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট রবিউল ইসলাম। এছাড়াও এ ইফতার মাহফিলে কুমারখালী উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও কবি লেখক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |