মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়া সদর উপজেলার পাটিকা বাড়ি ইউনিয়নে,পাঁচ বছরের শিশু ধর্ষণের শিকার। পাঠিকা বাড়ি গ্রামের জোদ পাড়া মৃত: হরা এর ছেলে বিশা (৬০) পাঁচ বছরের শিশু কে চকলেট দেওয়ার কথা বলে,বাড়িতে নিয়ে ধর্ষণ করে। এই সূত্র ধরে পাটিকা বাড়ি বাজার পুলিশ ক্যাম্পের সামনে মানব বন্ধন করেন,এলাকা বাসী। পাটিকা বাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: নুরুননবী,আমাদের কে জানান ধর্ষক কে গ্রেফতার করে কুষ্টিয়া ইবি থানায় হস্তান্তর করেছেন,ইবি থানা থেকে কোর্টে চালান করবেন। শিশু টির মা,বিষয়টি জানতে পারলে,ধর্ষক এলাকার মন্ডল মাতোব্বার ও ইউপি সদস্য লিটনকে,টাকার বিনিময়ে ম্যানেজ করে,বিষয়টি ধামা চাপা দেয়ার চেষ্টা করে। জোতপাড়া গ্রামে গোপন বৈঠক করেন তারা ,বৈঠকে উপস্থিত ছিলেন,মোঃ করিম মন্ডল,মোঃ সামসুর ছেলে,মিঠু, মৃত :-ভাসানী মাস্টার এর ছেলে, খোকন,এবং ইউপি সদস্য মতিউর রহমান লিটন,শিশুর মাকে বৈঠকে উপস্থিত রেখে বিশা কে কয়েক টি চড় থাপ্পড় মেরে বৈঠক শেষ করেন। পাঁচ বছরের শিশুর মাকে বিষয়টি কাউকে না বলার জন্য অনুরোধ করেন,কিন্তু ধামাচাপা দেয়া হলো না। শিশুর মা বাড়িতে গেলে শিশুটি বলে আমার এখানে অনেক ব্যথা করছে, শিশুর মা তখন দেখতে পাই ওখানে ছিড়ে ফেড়ে গেছে,এবং রক্ত বের হচ্ছে। কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে ইমারজেন্সিতে ডাক্তার দেখে হাসপাতালে ভর্তি করতে বলে,কুষ্টিয়া সদর হাসপাতালে শিশুটি বর্তমান ভর্তি আছে।এলাকাবাসী মানববন্ধনে বলেন এর সর্বোচ্চ বিচার চাই দ্রুত মামলাটি রুযু করে ধর্ষককে আইনের আওতায় এনে বিচার কার্যকর করা হোক ভবিষ্যতে পাটিকা বাড়ি এলাকায় আর কেউ যেন এই জঘন্য তম কাজ না করে সর্বশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |