| বঙ্গাব্দ
ad728
ad728

জামানত ছাড়া ৫ লক্ষ পর্যন্ত ঋণ দিচ্ছে কৃষি ব্যাংক

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 20-06-2025 ইং
  • 23298 বার পঠিত
জামানত ছাড়া ৫ লক্ষ পর্যন্ত ঋণ দিচ্ছে কৃষি ব্যাংক
ছবির ক্যাপশন: জামানত ছাড়া ৫ লক্ষ পর্যন্ত ঋণ দিচ্ছে কৃষি ব্যাংক

নিজস্ব ডেস্ক :

আপনি কি কৃষি ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ নিতে চান? কত টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে, জামানত লাগবে কিনা, কিংবা কীভাবে আবেদন করবেন—এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই প্রতিবেদন।

কৃষি ব্যাংকের ঋণের ধরনপ্রথমেই জেনে নেওয়া যাক, কৃষি ব্যাংক কোন কোন ধরনের ঋণ প্রদান করে। সাধারণত পাঁচ ধরনের ঋণ দিয়ে থাকে এই ব্যাংকটি। সেগুলো হলো—

সাধারণ কৃষি ঋণ

মাঝারি ও দীর্ঘমেয়াদী কৃষি ঋণ

প্রবাসীদের জন্য বিশেষ ঋণ

নারী উদ্যোক্তাদের জন্য ঋণ

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ

কত টাকা পর্যন্ত ঋণ?কৃষি ব্যাংক জামানত ছাড়া ৫ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। আর জামানত সহ ঋণের পরিমাণ এক লক্ষ টাকা থেকে শুরু করে ২৫ লক্ষ টাকারও বেশি।

মাসিক কিস্তি কত?একটি চার্ট অনুযায়ী, ১০% সুদে এক লক্ষ টাকা ঋণের মাসিক কিস্তি হবে—

১ বছর মেয়াদে: ৯,১৬৭ টাকা

৩ বছর মেয়াদে: ৩,২২৭ টাকা

৫ বছর মেয়াদে: ২,১২৫ টাকা

১০ বছর মেয়াদে: ১,২৫২ টাকা

কারা এই ঋণ পেতে পারেন?কৃষি ব্যাংকের ঋণ পেতে পারেন নিম্নোক্ত পাঁচ শ্রেণির মানুষ:

কৃষক: সর্বোচ্চ অগ্রাধিকার পান।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা

প্রবাসী বাংলাদেশি: সর্বোচ্চ ২৫ লক্ষ টাকা পর্যন্ত জামানতসহ ঋণ পাওয়ার সুযোগ রয়েছে।

নতুন ব্যবসায়ী উদ্যোক্তা

নারী উদ্যোক্তা

আবেদন করতে যা লাগবে:

জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট (প্রবাসীদের জন্য)

ঠিকানার প্রমাণ (বিদ্যুৎ বিল, বাসা ভাড়ার চুক্তিপত্র ইত্যাদি)

ব্যবসার কাগজপত্র (যদি থাকে)

আয়ের প্রমাণ

প্রবাসীদের জন্য ওয়ার্ক পারমিট বা ভিসার কপি

আবেদন পদ্ধতি:নিকটস্থ কৃষি ব্যাংকের শাখায় গিয়ে সরাসরি আবেদন করা যাবে। এছাড়াও অনলাইনে কৃষি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে ফর্ম পূরণ করেও আবেদন করা সম্ভব। প্রয়োজনে নির্দিষ্ট ব্যাংক কর্মকর্তার সঙ্গে পরামর্শ করতে পারেন।

টাকা উত্তোলনের প্রক্রিয়া:আবেদন অনুমোদন হলে টাকা ব্যাংক একাউন্টে ট্রান্সফার করা হবে। এজন্য অবশ্যই কৃষি ব্যাংকে একটি একাউন্ট খুলতে হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম