কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার আড়কান্দি উত্তর পাড়ায় নিখোঁজের একদিন পর ছয় বছরের শিশু আয়মানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে পুলিশ ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে লাল রঙের সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় আয়মান। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা ও স্থানীয়রা সারাদিন খোঁজাখুঁজি করেও তাকে পাননি। আজ সকালে বাড়ির পাশের পুকুরে একটি সাইকেল ভাসতে দেখে স্থানীয়রা সন্দেহ করে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে সাইকেলসহ আয়মানের নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত আয়মান আড়কান্দি উত্তর পাড়ার মমিন বিশ্বাসের ছেলে।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |