| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবশেষে চালু হচ্ছে

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-03-2025 ইং
  • 14093 বার পঠিত
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল অবশেষে চালু হচ্ছে
ছবির ক্যাপশন: মেডিকেল কলেজ হাসপাতাল অবশেষে চালু হচ্ছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আংশিকভাবে চালু হতে যাচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল। আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন আনুষ্ঠানিকভাবে হাসপাতালটি আংশিক চালু করা হবে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় হাসপাতালের সেমিনার কক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আন্তঃবিভাগীয় স্বাস্থ্যসেবা চালু করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় দীর্ঘ আলোচনা শেষে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এ ঘোষণা দেন। সভায় বলা হয়, আগামী ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসের দিন আনুষ্ঠানিকভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের দুটি ইউনিট শিশু ও মেডিসিন বিভাগ চালু করা হবে। ওইদিন থেকে প্রতিদিন প্রতিটি ইউনিটে ১০০ করে মোট ২০০ রোগী ভর্তি নেওয়া হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিটসহ হাসপাতাল পূর্ণাঙ্গরুপে চালু করা হবে। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর, প্রকল্প পরিচালক চৌধুরী সরোয়ার জাহান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কুষ্টিয়া আর্মি ক্যাম্পের কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম শিকদার, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহম্মেদ, সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম, হৃদরোগ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাসিমুল বারী বাপ্পী, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. আক্রামুজ্জান মিন্টু, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুসা কবির, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল-মামুন সাগর, সিনিয়র স্টাফ নার্স ফাতেমা খাতুন ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, ‘সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে হলেও খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের যে কোনো উপায়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল চালু করতে হবে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা হবে। কুষ্টিয়ার কোনো মানুষ যাতে স্বাস্থ্য এবং সেবা গ্রহণ করতে এসে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে।’ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর বলেন, ‘আমাদের কাছে খুব বেশি গতি আশা করলে ভুল হবে। হাসপাতাল চালু করতে হলে লোকবল, যন্ত্রপাতি, আসবাবপত্র, মেডিসিন সব কিছুই প্রয়োজন হবে। পর্যায়ক্রমে হাসপাতালটি পূর্ণাঙ্গ আকারে চালু করা হবে।’আওয়ামী লীগ সরকারের আমলে ৫০০ শয্যার এই মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ ও যন্ত্রপাতি ক্রয়ে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। এ কারণে বারবার সময় ও অর্থ বরাদ্দ বাড়িয়ে ১৩ বছরেও পূর্ণাঙ্গরুপে চালু করা যায়নি হাসপাতালটি।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম