| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়ার মধুপুরে মেয়েকে ছাড়িয়ে নেয়ায় বাবাকে গুলি করে হত্যার অভিযোগ

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 11-06-2025 ইং
  • 31875 বার পঠিত
কুষ্টিয়ার মধুপুরে মেয়েকে ছাড়িয়ে নেয়ায় বাবাকে গুলি করে হত্যার অভিযোগ
ছবির ক্যাপশন: কুষ্টিয়ার মধুপুরে মেয়েকে ছাড়িয়ে নেয়ায় বাবাকে গুলি করে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক 

কুষ্টিয়া  সদর উপজেলার  ইবি থানাধীন মধুপুরে মেয়েকে ছাড়িয়ে নেয়ায় বাবাকে গু লি করে হত্যার অভিযোগ উঠেছে। ১০ জুন  রাত  ৮  টার দিকে মধুপুর  ইটভাটা  পশুহাটে  চা খেতে গেলে মোঃ টুটুল হোসেন (৫৫) নামের ব্যক্তিকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় । প্রত্যক্ষদর্শীরা জানান, টুটুল বাজারে এসে  মোঃ ইউনুস আলীর  দোকানে  ইউনুস এর  সাথে পাশাপাশি   চেয়ারে বসে গল্প  করছিল, এমন সময় ২ টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত ৪ জন এসে  টুটুলকে  গুলি করে দ্রুত পালিয়ে যায়। মোঃ টুটুল হোসেন (৫৫) মধুপুর গ্রামের মৃত তোরাব হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাস জীবন যাপন করে বছরখানেক এসে একটি মুদি দোকান দিয়েছে এবং পাশাপাশি কলার ব্যবসা করেন। টুটুল হোসেনের এক মেয়ে ও দুই ছেলে। মেয়ে টুম্পা খাতুন (২১) এর ৬ বছর আগে কুষ্টিয়া পেয়ারা তোলার মোঃ মীর মামুন এর ছেলে ইমরান হোসেন (২৮) এর সাথে বিয়ে হয়। তাদের ঘর আলো করে একটি পুত্র শিশুর জন্ম হয় এরই মধ্যে স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় বিয়ের ২ বছর পর টুম্পা খাতুন ইমরানকে ডিভোর্স দিয়ে দেয়। ইমরান এই ডিভোর্স মেনে না নিয়ে মাঝেমধ্যে মধুপুরে তার শ্বশুরবাড়িতে আসতো তার ছেলেকে দেখতে। টুম্পাকে পুনরায় বিয়ে করার জন্য প্রস্তাবও  দেয়  কিন্তু  টুম্পা মেনে না নিয়ে  তা প্রত্যাখ্যান করে।  ইমরানের সাথে টুম্পার বিয়ে না দেওয়ায় ইমরান তাদের সাথে বিভিন্ন ধরনের খারাপ আচরণ করতো ও টুটুলকে মেরে ফেলার হুমকি ধামকি পর্যন্ত দিয়েছেন বলে জানান টুম্পা। মোঃ টুটুল হোসেনকে গুলি করে হ ত্যার পরে একটি পিস্তল ও ৬ রাউন গুলি সহ একটি মোটরসাইকেল ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই স্থানীয়রা ইবি থানা পুলিশকে জানালে তারা তাৎক্ষণিকভাবে ঘটনা স্থলে পৌঁছে লাশ, অস্ত্র গুলি ও মোটরসাইকেলটি উদ্ধার করে। ইবি থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম