| বঙ্গাব্দ
ad728
ad728

কুষ্টিয়া কালিশংকরপুর ছাত্রাবাসে ঘুমের মধ্যে অস্বাভাবিক চিৎকার, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুই ভু ত আতঙ্ক!

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 18-06-2025 ইং
  • 26354 বার পঠিত
কুষ্টিয়া কালিশংকরপুর ছাত্রাবাসে ঘুমের মধ্যে অস্বাভাবিক চিৎকার, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুই ভু ত আতঙ্ক!
ছবির ক্যাপশন: কুষ্টিয়া কালিশংকরপুর ছাত্রাবাসে ঘুমের মধ্যে অস্বাভাবিক চিৎকার, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুই ভু ত আতঙ্ক!

নিজস্ব প্রতিনিধি

কুষ্টিয়া কালিশংকরপুর বাঁধন ছাত্রাবাসে  মধ্যরাতে ঘুমের মধ্যে অস্বাভাবিক চিৎকারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃ ত্যু হয়েছে এক ছাত্রের। আজ ১৮ জুন বুধবার রাত ১২ টার পর এই ঘটনা ঘটেছে।জানাযায়, কুষ্টিয়া দর্পণ পলিটেকনিক ইনস্টিটিউট এর মেডিকেলের ১ম বর্ষের ছাত্র লুবাব(২০) ও অনিক (১৯) নামে দুই ছাত্র কুষ্টিয়া কালিশঙ্করপুর বাঁধন ছাত্রাবাসে একটি রুমে থাকে। প্রতিদিনের মতো রাত ১১ টার দিকে দুই জন ঘুমিয়ে পড়ে। এদিকে রাত ১২ টার দিকে বাঁধনের এক অস্বাভাবিক চিৎকারে অনিকের ঘুম ভেঙ্গে যায়। অনিক লুবাবকে ডাকতে থাকলে লুবাব কোন উত্তর না করলে এবং অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে থাকলে অনেক ভয় পেয়ে যাই এবং হোস্টেলে থাকা বাকি সবাইকে ডাকেন। তাৎক্ষণিক তারা সবাই মিলে লুবাবের মাথায় পানি দেয়, তারপরেও লুবাবের স্বাভাবিক হওয়ার কোন লক্ষণ না দেখলে কয়েকজন মিলে দ্রুত কুষ্টিয়া সদর হসপিটালে নিয়ে যায়। সদর হাসপাতালে  নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দায়িত্বরত ডাক্তার হাসপাতালের স্লিপে মৃ ত্যুর কারণ হিসাবে  Cyanosed Body প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে পুলিশের তথ্য মতে বাঁধনের পুরা শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাহলে এটা কি ধরনের মৃ ত্যু তা নিয়ে উঠেছে ধোঁয়াশা। এরই মধ্যে ইতিপূর্বে কালিশংকরপুর বেশ কিছু ছাত্রাবাসে কালো ছায়ার চলাফেরা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। তাই এই মৃ ত্যু নিয়ে চলছে এখন নানা সমালোচনা ও চুল ছেড়া বিশ্লেষণ। মোঃ বাঁধন ইসলাম ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার খন্দকবাড়িয়া গ্রামের মোঃ শফিউর রহমান এর ছেলে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম