কুষ্টিয়া প্রতিনিধি : মোঃ মুনজুরুল ইসলাম
খুলনা বিভাগীয় প্রেস ক্লাবের কুষ্টিয়া জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে কুষ্টিয়া জেলার প্রথিতযশা সাংবাদিক পারভেজ মাজমাদারকে সভাপতি ও মোঃ সোহেল খন্দকারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে স্থান পেয়েছেন জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিকরা। কমিটি অনুমোদনের খবরে কুষ্টিয়ার সাংবাদিক মহলে উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেছেন, এই কমিটির নেতৃত্বে কুষ্টিয়া জেলার সাংবাদিক সমাজ আরও সুসংগঠিত ও সচেতন ভূমিকা পালন করবে। কমিটির নবনির্বাচিত সভাপতি পারভেজ মাজমাদার এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল খন্দকার সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এই কমিটি নিরলসভাবে কাজ করে যাবে। উল্লেখ্য, খুলনা বিভাগীয় প্রেস ক্লাব একটি অরাজনৈতিক ও সাংবাদিকদের অধিকার আদায়ে নিবেদিত সংগঠন, যা বিভিন্ন জেলা ও উপজেলায় শাখা কমিটির মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |