| বঙ্গাব্দ
ad728
ad728

বারি পটল-১: পুষ্টিগুণে অপরিহার্য, আয় দেয় এক বিঘাতে ৯০ হাজার টাকা

রিপোর্টারের নামঃ MD MUNZURUL ISLAM
  • আপডেট টাইম : 29-06-2025 ইং
  • 10379 বার পঠিত
বারি পটল-১: পুষ্টিগুণে অপরিহার্য, আয় দেয় এক বিঘাতে ৯০ হাজার টাকা
ছবির ক্যাপশন: বারি পটল-১: পুষ্টিগুণে অপরিহার্য, আয় দেয় এক বিঘাতে ৯০ হাজার টাকা

এ কে এম নাজমুল আলম 

কুস্টিয়া আবদালপুর ইউনিয়নের আসান নগর  গ্রামের জাহাঙ্গীর হোসেন সহ আরও একাধিক চাষি পটল চাষে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। চাষী জাহাঙ্গীর হোসেন কয়েক বছর তিনি কৃষি কাজ করে সংসার চালাতে তবে অভাবঅনটন লেগেই থাকতো। উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন এর পরামর্শ প্রশিক্ষণ নিয়ে তিনি পটল-১ জাতের পটল চাষ শুরু করেন এক বিঘা জমিতে ২৫-৩০ হাজার টাকা খরচ করে এ পর্যন্ত ৯০ হাজার টাকার পটল বিক্রি করেছে সপ্তাহে দুই দিন প্রায় ৪ মন পটল তোলা হয়। যা মাঠ থেকেই পাইকারি ব্যবসায়ীরা সংগ্রহ করেন। জাহাঙ্গির হোসেনের এই সাফল্য অনুপ্রত হয়ে অন্যান্য কৃষকেরা পটল চাষে আগ্রহী হচ্ছেন। পটলের গুনাগুন অপরিহার্য  পটল (Trichosanthes dioica) একটি জনপ্রিয় শাকসবজি, যা স্বাস্থ্য উপকারিতায় ভরপুর। 

কুসা ইউনিয়নের আরেকজন কৃষক রফিকুল ইসলাম জানান আগে আমি সাধারণ জাতের পটল চাষ করতাম, কিন্তু ফলন কম হতো আর রোগবালাই বেশি ছিল। কৃষি অফিস থেকে বারি পটল-১ এর প্রশিক্ষণ পাই। তারা জানায়, এই জাতটি রোগ প্রতিরোধী, ফলন বেশি আর বাজারে চাহিদাও ভালো। তখনই সিদ্ধান্ত নেই এবার নতুন জাতেই চাষ করব।

এক বিঘা জমিতে বারি পটল-১ লাগিয়েছি। নিয়মমতো সার, পানি ও পরিচর্যা করেছি। তিন মাসে প্রায় ৯২ হাজার টাকার মতো বিক্রি হয়েছে। এতে খরচ হয়েছে বড়জোর ২৫-৩৫  হাজার টাকা। লাভ ভালোই হয়েছে।

ভবিষ্যতে বারি পটল-১ চাষ করবেন?

আগামী মৌসুমে আরও বেশি জমিতে করব। আশপাশের অনেক কৃষকও আমার দেখে আগ্রহী হয়ে উঠেছে। নতুন কৃষকদের উদ্দেশ্যে বলেন ভয় না পেয়ে নতুন জাতের ফসল চাষে আগাতে হবে। প্রশিক্ষণ নিলে সব সহজ হয়ে যায়। বারি পটল-১ আমার জীবনে নতুন আশার আলো 

হজমে সহায়ক পটল ফাইবারে সমৃদ্ধ, যা হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমায়।

রক্ত পরিশোধক টি রক্তে বিষাক্ত পদার্থ দূর করে এবং ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক পটল রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, তাই ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক এটি ক্যালোরি ও ফ্যাট কম থাকায় ওজন কমাতে সাহায্য করে। লিভার সুস্থ রাখে পটল লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে এবং যকৃতের কর্মক্ষমতা বাড়ায়।

শরীর ঠান্ডা রাখে এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, বিশেষ করে গরমকালে খাওয়া খুবই উপকারী।

চর্ম রোগ প্রতিরোধে সহায়ক পটলের অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান ত্বক ভালো রাখে এবং চর্মরোগ দূর করতে সাহায্য করে।

চলতি মৌসুমে উপজেলায় ২৫ হেক্টর জমিতে পটল চাষ হয়েছে কৃষকদের প্রশিক্ষণ ও পরামর্শ দিয়ে পটল চাষে উৎসাহিত করা হচ্ছে। পটল চাষে সফল হতে হলে আগাছা নিয়ন্ত্রণ ও সঠিক শেচ ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ বিশেষ করে হেলেঞ্চা দুর্বা ও দন্ডকলস জাতীয় আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে, কারণ এগুলো পটলের পুষ্টি গ্রহণে বাধা সৃষ্টি করে। পটল চাষে আগ্রহী কৃষকেরা কিভাবে মাচা তৈরি করতে হয় সেই প্রশিক্ষণ নিয়ে দক্ষ প্রশিক্ষক হয়ে মাচা তৈরি করলে পটলের উৎপাদন আরো বেড়ে যাবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ আলোর পথ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় অনুপম