কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই যুবককে কারাদণ্ড এবং আরও দুইজনকে মোটা অঙ্কের অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়ন এলাকার মাজগ্রাম ও কল্যাণপুরে অভিযান পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। কারাদণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন শিলাইদহ এলাকার বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০)। অপরদিকে, জরিমানাপ্রাপ্তরা হলেন মো. জিহাদ ও সেলিম রেজা — প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সাথে অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের নাজির শহিদুল ইসলাম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে যে, মাজগ্রাম ও কল্যাণপুর এলাকার পদ্মা নদী থেকে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এরপর সেখানে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, “পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে এক মাসের কারাদণ্ড ও দুজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।” প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, এ ধরনের অভিযান আরও জোরদার করলে পদ্মা নদীর তীর সংরক্ষণ এবং পরিবেশ রক্ষা করা সম্ভব হবে।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |