নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়ার খোকসা উপজেলার চুনিয়াপাড়া গ্রামের বাসা বাড়িতে প্রবেশ করে ভাড়াটিয়াদের জিম্মি করে চাঁদা দাবীর অভিযোগে প্রতারক চক্রের অন্যতম সদস্য এজাহারনামীয় ৩নং আসামী মোঃ আতিকুল আলম (৪৪) কে বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে গ্রেফতার করে খোকসা থানার পুলিশ। এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান চলমান আছে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। এই মামলার বাদী অঞ্জনা রানী (৪৪), স্বামী- দিলিপ কুমার সেন, সাং-খোকসা চুনিয়াপাড়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়া এর বাড়ীতে গত ইং-১০-১২-২০২৪ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় উপস্থিত হইয়া আসামী ১। পারভেজ উল আলম রাজন (৪৮), পিতা- আশরাফুল আলম হোসেন আশা ডাক্তার, সাং-হিজলাবট, এপি/ সাং-পাতিলডাঙ্গী, ২। মোঃ আশিক বিশ্বাস জনি (২৮), পিতা- মোঃ জাহিদ বিশ্বাস, সাং-পাতিলডাঙ্গী, ৩। মোঃ আতিকুল আলম (৪৪), পিতা- মৃত মাহফুজুল আলম, সাং- খোকসা চুনিয়াপাড়া, সর্বথানা-খোকসা, জেলা-কুষ্টিয়াসহ অজ্ঞাতনামা ২/৩ জন ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। বাদী চাঁদা দিতে অস্বীকার করিলে একই তারিখে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাদের চৌধুরী ফার্সেমী নামে একটি ঔষধের দোকানে তালা লাগিয়ে দেয়। পরবর্তীতে ইং-১৫-০৩-২০২৫ তারিখ রাত্র অনুমান ০৮.০০ ঘটিকার সময় আসামীরা বাদীর বসত বাড়ীর ঘরে প্রবেশ করিয়া বাদীর বাড়ীর ভাড়াটিয়াদের বলে যে, তোদের মালিকের নিকট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা চাঁদা চেয়ে ছিলাম কিন্তু দেয় নি। বিধায় এই বাড়ী আমরা দখল করবো। আগামী সাত দিনের মধ্যে তোমরা অনত্র চলিয়া যাইবা। বাদীর অভিযোগের ভিত্তিতে খোকসা . থানার মামলা নং-১০, তারিখ- ২০ মার্চ, ২০২৫; ধারা- 143/448/385/506 The Penal Code রুজু করা হয়।
ফজর | ৫.২১ মিনিট ভোর |
---|---|
যোহর | ১.৩০ মিনিট দুপুর |
আছর | ৩.৪৭ মিনিট বিকাল |
মাগরিব | ৫.২৬ মিনিট সন্ধ্যা |
এশা | ৬.৪৪ মিনিট রাত |
জুম্মা | ১২.৩০ মিনিট দুপুর |